ফেব্রুয়ারি ৬, ২০২৫

বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি, ২০২৫

‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা, সঙ্গে থাকছে দেশি-বিদেশি মিডিয়া

Rising Cumilla - Muhammad Yunus
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস | ছবি: পিআইডি

যত দ্রুত সম্ভব দেশি-বিদেশি গণমাধ্যম সঙ্গে নিয়ে ‘আয়নাঘর’ পরিদর্শনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

উপদেষ্টা পরিষদের সভায় রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার বিষয়েও আলোচনা হয়। টিসিবির মাধ্যমে পণ্য পরিবহণ, ব্যাপকহারে আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা নিয়ে আলোচনা হয়।

এছাড়া, সভায় রমজানে লোডশেডিং না রাখা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয়।