ডিসেম্বর ২৬, ২০২৪

বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর, ২০২৪

আজ থেকে সীমিত পরিসরে চলবে যাত্রীবাহী ট্রেন

Train Journey
ছবি: সংগৃহীত

আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) থেকে অতি সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল চালু করবে বাংলাদেশ রেলওয়ে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবির গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতার মধ্যে পরিষেবা স্থগিত করার এক সপ্তাহ পর চালু হতে যাচ্ছে যাত্রীবাহী ট্রেন।

হুমায়ুন কবির বুধবার জানান, আগামীকাল কারফিউ শিথিল হওয়ার সময় ঢাকা-নারায়ণগঞ্জ এবং ঢাকা-টঙ্গী রুটে দুটি কমিউটার ট্রেন চলাচল করবে।

পূর্ণাঙ্গভাবে ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত আগামীকাল নেওয়া হবে বলেও জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব।