মার্চ ৯, ২০২৫

রবিবার ৯ মার্চ, ২০২৫

৩৫ ডিগ্রি ছুঁইছুঁই তাপমাত্রা, বৃষ্টি নামবে কি?

Hot Summer
ছবি: সংগৃহীত

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা দুটোই ঊর্ধ্বমুখী। ইতিমধ্যেই দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দাদের জন্য কিছুটা স্বস্তির খবর রয়েছে। সপ্তাহের শেষদিকে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে রবিবার (৯ মার্চ) প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাপমাত্রা ক্রমশ বাড়ছে। আজ রবিবার (৯ মার্চ) সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। রাতের তাপমাত্রাও সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামীকাল সোমবার ও পরশু মঙ্গলবারও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ধারাবাহিকভাবে বাড়তে থাকবে। তবে, চলতি সপ্তাহের শেষের দিকে অথবা আগামী সপ্তাহের শুরুতে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।