
দেশজুড়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি-বেসরকারি স্থাপনায় সম্ভাব্য নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে শুরু হয়েছে পুলিশের বিশেষ অভিযান।
আজ (২৯ জুলাই) মঙ্গলবার থেকে শুরু হয়ে এই অভিযান চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত। চলমান রাজনৈতিক পরিস্থিতি, অনলাইনে উসকানিমূলক প্রচারণা এবং সম্ভাব্য সহিংসতা মোকাবিলায় সারাদেশে এই অভিযান পরিচালিত হচ্ছে।
অভিযান চলাকালে যা করা হবে:
- সন্দেহভাজন ব্যক্তি, মোটরসাইকেল, মাইক্রোবাস ও অন্যান্য যানবাহনে তল্লাশি।
- বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন ও বিমানবন্দর এলাকায় বিশেষ নিরাপত্তা নিশ্চিত।
- গ্রেপ্তারি পরোয়ানা ও চিহ্নিত অপরাধীদের ধরতে অভিযান।
- মোবাইল পেট্রোল জোরদার।
- গুজব রোধে সাইবার পেট্রোলিং ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি।
এর আগে পুলিশের বিশেষ শাখা (এসবি) সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং তাদের সহযোগী কিছু সংগঠন ২৯ জুলাই থেকে ৮ আগস্ট সময়কালে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতে পারে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। এসব সংগঠন অনলাইন ও অফলাইনে সহিংসতা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই পরিস্থিতিতে সাতটি বিশেষ নির্দেশনা সম্বলিত এই বিজ্ঞপ্তি বিভিন্ন পুলিশের ইউনিটে পাঠিয়েছে পুলিশের বিশেষ শাখা বা এসবি।