দেশজুড়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি-বেসরকারি স্থাপনায় সম্ভাব্য নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে শুরু হয়েছে পুলিশের বিশেষ অভিযান।
আজ (২৯ জুলাই) মঙ্গলবার থেকে শুরু হয়ে এই অভিযান চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত। চলমান রাজনৈতিক পরিস্থিতি, অনলাইনে উসকানিমূলক প্রচারণা এবং সম্ভাব্য সহিংসতা মোকাবিলায় সারাদেশে এই অভিযান পরিচালিত হচ্ছে।
এর আগে পুলিশের বিশেষ শাখা (এসবি) সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং তাদের সহযোগী কিছু সংগঠন ২৯ জুলাই থেকে ৮ আগস্ট সময়কালে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতে পারে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। এসব সংগঠন অনলাইন ও অফলাইনে সহিংসতা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই পরিস্থিতিতে সাতটি বিশেষ নির্দেশনা সম্বলিত এই বিজ্ঞপ্তি বিভিন্ন পুলিশের ইউনিটে পাঠিয়েছে পুলিশের বিশেষ শাখা বা এসবি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC