মে ২১, ২০২৫

বুধবার ২১ মে, ২০২৫

সরকারই সিদ্ধান্ত নেবে কোন নির্বাচন আগে, আর কোন নির্বাচন পরে: ইসি সানাউল্লাহ

Rising Cumilla - Government will decide which elections will be held first and which ones later said EC Sanaullah
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন ভবনের সামনে জড়ো হয়ে অবিলম্বে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আন্দোলন করছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা।

এই প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন কোনটি আগে, কোনটি পরে সেটি নির্বাচন কমিশনের হাতে নেই। সরকারই সিদ্ধান্ত নেবে কোন নির্বাচন আগে, আর কোন নির্বাচন পরে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা।’

আজ বুধবার (২১ মে) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকেদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কমিশনের নিরপেক্ষতা নিয়ে এনসিপি’র তোলা প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, কোন রাজনৈতিক বক্তব্যের ওপর মন্তব্য করতে চাই না। আমরা কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং করে যাবে।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাকের গেজেটের বিষয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে পক্ষভুক্ত হওয়ার নজির নেই বলেও জানান ইসি।

আরও পড়ুন