সেপ্টেম্বর ২০, ২০২৪

শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪

শীতের মজাদার পিঠা লবঙ্গ লতিকা, তৈরি করে নিন ঘরেই

Lobong lotika
লবঙ্গ লতিকা পিঠা | ছবি: রাইজিং কুমিল্লা

শীতকাল মানেই পিঠার মৌসুম। এই সময় নানা রকমের পিঠা তৈরি করে পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবদের সাথে খাওয়া দাওয়া করে আনন্দ উপভোগ করা হয়। পিঠার মধ্যে একটি জনপ্রিয় নাম হল লবঙ্গ লতিকা পিঠা। এই পিঠার রসালো পুর এবং মচমচে রুটি খেতে অসাধারণ লাগে।

লবঙ্গ লতিকা পিঠা তৈরি করা খুবই সহজ। এর জন্য প্রয়োজনীয় উপকরণ হল:

উপকরণ:

  • ময়দা – ২ কাপ
  • লবণ – ১/৪ চা চামচ
  • তেল/ঘি – ১ টেবিল চামচ
  • লবঙ্গ – ১০-১২ টি
  • পানি – পরিমাণ মত
  • নারকেল কোরানো – ১-১.৫ কাপ
  • চিনি বা গুড় – ১/২ কাপ
  • এলাচ গুঁড়া – ১ চিমটি
  • তেল – ভাজার জন্য

প্রণালি:

১. নারকেল, চিনি ও এলাচ গুঁড়া একসাথে জ্বাল দিয়ে পুর তৈরি করতে হবে। ২. ময়দা, লবণ, তেল পরিমাণ মত পানি দিয়ে মেখে নরম একটা খামির বানাতে হবে। ছোট ছোট কয়েকটা রুটি বানিয়ে মাঝে নারকেলের পুর দিয়ে পরোটার ভাজের মত করে ভাজ দিয়ে ফুলের মত করে মাঝে একটা লবঙ্গ আটকে দিতে হবে। ৩. এবার ডুবো তেলে হালকা বাদামি করে ভেজে কুসুম গরম সিরায় ২-৩ মিনিট চুবিয়ে তুলে নিতে হবে।

সিরা করার নিয়ম:

পানি -১কাপ চিনি-১কাপ। একসাথে করে অল্প কিছু সময় জ্বাল দিলেই তৈরি হয়ে যাবে সিরা।

লবঙ্গ লতিকা পিঠা তৈরির টিপস:

  • পুর তৈরি করার সময় বেশি জ্বাল দিলে ঝোল হয়ে যাবে। তাই অল্প জ্বালে আস্তে আস্তে জ্বাল দিতে হবে।
  • রুটি বানানোর সময় বেশি পাতলা বা মোটা হবে না।
  • পিঠা ভেজে নেওয়ার পর ঠান্ডা হলে সিরায় ডুবিয়ে নিতে হবে।

পরিবেশন:

লবঙ্গ লতিকা পিঠা গরম গরম পরিবেশন করা ভালো। এটি আপ্যায়নের জন্যও একটি আদর্শ খাবার।