মার্চ ১০, ২০২৫

সোমবার ১০ মার্চ, ২০২৫

শিশু আছিয়া ধর্ষণ: কুমিল্লায় শিক্ষার্থীদের বিক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

Students form human chain in Comilla demanding justice for rapists including child Asia
ছবি: সংগৃহীত

মাগুরায় শিশু আছিয়াসহ সারাদেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লার হোমনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

সোমবার হোমনা সরকারি কলেজ শাখা ছাত্রদলের ব্যানারে এতে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

হোমনা সরকারি কলেজের সামনের সড়কে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি হোমনা বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ শহীদ মিনারে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন উপজেলা ছাত্র দলের আহবায়ক মো. সাইজুদ্দিন শাজু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহবায়ক মো. সাইদুল ইসলাম, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মো. ফয়সাল, পৌর ছাত্র দলের আহবায়ক জাহিদুল ইসলাম অপু, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. সেলিম মাস্টার, সাবেক যুগ্ম সম্পাদক মো. মুজিবুর রহমান, হোমনা সরকারি কলেজ ছাত্র দলের আহবায়ক মো. নাঈম হাসান, সদস্য সচিব আবু হায়দার রনি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পৌর সদস্য সচিব মো. রিয়াজুল হক প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, নারী ও শিশু ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও তার দ্রুত বাস্তবায়ন করতে হবে। তাঁরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।