মে ৪, ২০২৫

রবিবার ৪ মে, ২০২৫

লালমাই উপজেলা বিএনপির ওয়ার্ড কমিটি গঠনে সময় বৃদ্ধি ও ১২ দফা নির্দেশনা জারি

লালমাই উপজেলা বিএনপির ওয়ার্ড কমিটি গঠনে সময় বৃদ্ধি ও ১২ দফা নির্দেশনা জারি
লালমাই উপজেলা বিএনপির ওয়ার্ড কমিটি গঠনে সময় বৃদ্ধি ও ১২ দফা নির্দেশনা জারি/ছবি: সংগৃহীত

কুমিল্লার লালমাই উপজেলা বিএনপির ওয়ার্ড কমিটি গঠনের সময়সীমা ৪ মে থেকে বাড়িয়ে ৯ মে ২০২৫ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মাসুদ করিম ও সদস্য সচিব মো. ইউসুফ আলী মীর পিন্টু স্বাক্ষরিত ৩ মে তারিখের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা বিএনপির নির্দেশ এবং উপজেলা বিএনপির ১ম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ওয়ার্ড কমিটির সদস্য অন্তর্ভুক্তি ও নবায়ন কার্যক্রম শেষ করে ৯ মে’র মধ্যে কমিটি গঠন করতে হবে। সেইসাথে কমিটি গঠনের ক্ষেত্রে ১২ দফা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

জানা গেছে, নির্দেশনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয় হলো—ব্যক্তি বিএনপির আদর্শে বিশ্বাসী কিনা ও ৫ আগস্ট ২০২৪ এর আগে দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন কিনা, তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা আছে কিনা, তিনি এলাকায় গ্রহণযোগ্য ও চাঁদাবাজি-দুর্নীতিমুক্ত কিনা, প্রত্যেক কমিটিতে কমপক্ষে ১৫ শতাংশ নারী সদস্য রাখতে হবে এবং কমিটি গঠনের সময় মাইকিং করে স্থানীয় জনগণকে জানাতে হবে।

আরও পড়ুন