এপ্রিল ২৪, ২০২৫

বৃহস্পতিবার ২৪ এপ্রিল, ২০২৫

লালমাইয়ে সড়কে ট্রাক রেখে মালামাল আনলোড, জরিমানা গুনলেন ব্যবসায়ী

Rising Cumilla - Businessman fined for unloading goods by leaving truck on road in Lalmai
ছবি: সংগৃহীত

কুমিল্লার লালমাই উপজেলার ভুশ্চি বাজারে আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা এই আদালত পরিচালনা করেন।

জানা গেছে, ওই ব্যবসায়ী বাজারের রাস্তার ওপর ট্রাক থেকে মালামাল আনলোড করছিলেন। এর ফলে রাস্তার একটি বড় অংশ জুড়ে যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। এই পরিস্থিতিতে উপজেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৮৯ ধারা লংঘনের দায়ে ব্যবসায়ীকে এই অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে আরও জানা যায়, বাজার এলাকায় যানজট নিয়ন্ত্রণে রাখতে এবং জনসাধারণের সুবিধা নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়েছে।

এ সময় ইউএনও হিমাদ্রী খীসা বাজারের অন্যান্য ব্যবসায়ীদের যত্রতত্র গাড়ি পার্কিং না করার এবং সড়ক ও ফুটপাতে মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য কঠোরভাবে সতর্ক করেন।