মার্চ ৩০, ২০২৫

রবিবার ৩০ মার্চ, ২০২৫

লাকসামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অবৈধ স্থাপনা উচ্ছেদ

লাকসামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অবৈধ স্থাপনা উচ্ছেদ
লাকসামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অবৈধ স্থাপনা উচ্ছেদ/ছবি: সংগৃহীত

লাকসাম উপজেলায় যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

আজ সোমবার (২৪ মার্চ) দুপুর ১২টা থেকে লাকসাম উপজেলা প্রশাসন, লাকসাম থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে বাইপাস সড়ক, চৌদ্দগ্রাম সড়ক ও নোয়াখালী রেলগেট সংলগ্ন সড়কে এ অভিযান চালানো হয়।

অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে থাকা অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি ব্যবসায়ী ও অটোরিকশা (মিশুক) চালকদের যানজট সৃষ্টির বিষয়ে সতর্ক করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনসাধারণের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।