এপ্রিল ১৮, ২০২৫

শুক্রবার ১৮ এপ্রিল, ২০২৫

লাকসামে ভেজাল খাদ্য উৎপাদন, ২ লাখ টাকা জরিমানা

লাকসামে ভেজাল খাদ্য উৎপাদন, ২ লাখ টাকা জরিমানা
লাকসামে ভেজাল খাদ্য উৎপাদন, ২ লাখ টাকা জরিমানা/ছবি: সংগৃহীত

লাকসাম উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবৈধভাবে শিশু খাদ্য উৎপাদনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে।

বুধবার (৯ এপ্রিল ২০২৫) মেসার্স এস এইচ অটো পার্টস এন্ড ওয়ার্কশপ (সিএনজি গ্যারেজ) নামের প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল “টেস্টি ম্যাঙ্গো” ও “সফট ড্রিংক পাউডার” জব্দ করা হয় এবং তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

ভেজাল খাদ্য উৎপাদন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অনুমোদন না থাকায় কারখানাটির মালিক রেজাউল করিম রতনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়েছে।

স্থানীয় প্রশাসনের তদন্তে উঠে এসেছে, দীর্ঘদিন ধরে রেজাউল করিম রতন তার সিএনজি গ্যারেজের আড়ালে অবৈধভাবে ভেজাল শিশু খাদ্য তৈরি করে বাজারজাত করছিলেন।

শুধুমাত্র পানি, চিনি ও কেমিক্যাল মিশিয়ে এই নকল জুস তৈরি করা হচ্ছিল, যা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছিল। এসব ভেজাল পণ্য খেয়ে অনেক শিশু অসুস্থ হয়ে পড়ছিল বলে অভিযোগ রয়েছে।

অভিযানকালে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা এবং লাকসাম আর্মি ক্যাম্পের ইন-চার্জ ক্যাপ্টেন সৈকত আহমেদ উপস্থিত ছিলেন।