
কুমিল্লার লাকসাম উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আজ রবিবার (২৫ মে) লাকসাম উপজেলা প্রশাসন এবং বিএসটিআই কুমিল্লা জেলা অফিসের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। বিএসটিআই কুমিল্লার উপ-পরিচালক কে এম হানিফ বিষয়টি রাইজিং কুমিল্লাকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিএসটিআই থেকে পণ্যের গুণগত মান পরীক্ষার সিএম সনদ না নিয়েই ইউএস স্টাইল ব্র্যান্ডের ফর্টিফাইড সয়াবিন অয়েল, ফর্টিফাইড পাম অলিন, সরিষার তেল, আটা, চিনি এবং ব্ল্যাক টি পণ্যের মোড়কে স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করার অপরাধ প্রমাণিত হয়। বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী, প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং প্রতিষ্ঠানের ম্যানেজারকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মোবাইল কোর্ট অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কায়সার হামিদ।
প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই, কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার (সিএম) ইকবাল আহাম্মদ।
জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে বিএসটিআই জানিয়েছে।