মার্চ ২৬, ২০২৫

বুধবার ২৬ মার্চ, ২০২৫

লাকসামে প্রতারণার অভিযোগে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

লাকসামে প্রতারণার অভিযোগে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
লাকসামে প্রতারণার অভিযোগে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা/ছবি: সংগৃহীত

লাকসাম উপজেলার পুরাতন দৈনিক বাজার এলাকায় নকল বিরিয়ানি চাল বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ সোমবার (২৪ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে অমান স্টোরের গোডাউনে সাধারণ বিরিয়ানি চালকে ফরচুন বিরিয়ানি চালের প্যাকেটে প্যাকেটজাত করে বিক্রির অপরাধ ধরা পড়ে।

মোবাইল কোর্টের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এ জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত কর্মকর্তারা জানান, ভোক্তাদের সঙ্গে প্রতারণা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযুক্ত ব্যক্তি ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক কাজ করবেন না মর্মে অঙ্গীকার করেছেন।

জনস্বার্থে লাকসাম উপজেলা প্রশাসনের এ কার্যক্রম চলমান থাকবে।