
জলাবদ্ধতা দূরীকরণে লাকসাম উপজেলা প্রশাসনের উদ্যোগে ও পৌরসভার সমন্বয়ে একযোগে ৯টি খাল পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) সকালে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ আনুষ্ঠানিকভাবে এ অভিযানের উদ্বোধন করেন।
উল্লেখযোগ্য খালগুলোর মধ্যে রয়েছে: গোবিন্দপুর বাজার থেকে মোহাম্মদপুর পর্যন্ত খাল (ডাকাতিয়া নদীর সংযোগমুখ), কান্দিরপাড়ের আমুদা দিঘিরপাড় থেকে ইরুয়াইন পর্যন্ত খাল, উধুইর খাল থেকে ফুলুয়া ব্রিজ পর্যন্ত, জনার্দ্দনপুর থেকে মাওলানা সাহেবের বাজার পর্যন্ত, মুদাফরগঞ্জ বাজার থেকে জগন্নাথপুর ব্রিজ পর্যন্ত, পূর্ব সাহেবপাড়া খাল, উত্তরদা ইউনিয়নের সামনের খাল, আজগরা বাজারের পশ্চিম পার্শ্ব থেকে কালিয়াচোঁ (কুমিল্লা-নোয়াখালী হাইওয়ে) পর্যন্ত খাল এবং ফতেপুর খাল, যার নাব্যতা পুনরুদ্ধারে বিডি ক্লিনের সহায়তায় প্রতিবন্ধকতা অপসারণের কাজ শুরু হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খালগুলোর স্থায়ী রক্ষণাবেক্ষণ এবং জলাবদ্ধতা নিরসনে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।