
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী চাপ নিয়ন্ত্রণ, যানজট কমানো এবং নিরাপত্তা জোরদার করতে নতুন নির্দেশনা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
আগামী ২৭ জুলাই থেকে কার্যকর হতে যাওয়া এই নিয়ম অনুযায়ী, এখন থেকে একজন যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুজন ব্যক্তি বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে পারবেন।
শুক্রবার (২৫ জুলাই) বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, যাত্রীদের আগমন ও বিদায় জানাতে আসা ব্যক্তিদের জন্য এই নির্দেশনা প্রযোজ্য হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রীদের সঙ্গে আগত সর্বোচ্চ দুজন ব্যক্তি ডিপারচার ড্রাইভওয়ে (যাত্রী বিদায়) এবং এরাইভাল ক্যানোপি (যাত্রী বরণ) এলাকায় প্রবেশ করতে পারবেন।
বিমানবন্দর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের মূল কারণ হিসেবে যাত্রী চলাচল স্বাভাবিক রাখা, বিমানবন্দর এলাকায় যানজট নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার কথা উল্লেখ করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বছরে প্রায় ১ কোটি ২৫ লাখ যাত্রী ব্যবহার করেন। প্রতিদিন প্রায় ১৪০ থেকে ১৫০টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হয়। ক্রমবর্ধমান এই যাত্রীচাপের মুখে সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিরাপত্তা বজায় রাখতেই কর্তৃপক্ষ এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের প্রতি এই নতুন নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে।