
মাত্র ১৬ ঘণ্টার ব্যবধানে বাংলাদেশে পরপর পাঁচটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এসব ভূমিকম্পের মাত্রা ছিল মৃদু থেকে মাঝারি পর্যায়ের। তবে একের পর এক কম্পনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র আর্থকোয়েক লিস্ট অর্গানাইজেশন সূত্রে জানা যায়, গতরাত ১২টা ০২ মিনিটে প্রথম ভূমিকম্পটি সংঘটিত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ০ এবং উৎপত্তিস্থল ছিল সিলেট অঞ্চল।
এরপর রাত ৩টা ২৯ মিনিটে ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল কক্সবাজার। ওই ভূমিকম্পের মাত্র এক মিনিট পরই আবার সিলেট অঞ্চলে ৩ দশমিক ৪ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়।
এরপর আজ ভোর ৬টা ১২ মিনিটে সিলেটে ৩ দশমিক ৫ মাত্রার আরও একটি ভূমিকম্প রেকর্ড করা হয়। সবশেষ আজ বিকাল ৪টা ১৫ মিনিটে ৩ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প ঘটে, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদী।
একই দিনে একাধিক দফা ভূমিকম্পের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সাধারণ মানুষ। বিশেষজ্ঞদের মতে, পরপর এ ধরনের কম্পন সতর্কতা হিসেবে বিবেচনা করা যেতে পারে।
উল্লেখ্য, এর আগে গত ২১ নভেম্বর সকালে শক্তিশালী ভূমিকম্পে ঢাকাসহ সারাদেশ কেঁপে ওঠে। সে ভূমিকম্পের তীব্রতায় শিশুসহ অন্তত ১০ জন নিহত হন এবং ছয় শতাধিক মানুষ আহত হন। আবহাওয়া অফিস জানায়, ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭।









