নভেম্বর ১৮, ২০২৪

সোমবার ১৮ নভেম্বর, ২০২৪

মমতাকে ১২০০ কেজি আম পাঠালেন শেখ হাসিনা

মমতাকে ১২০০ কেজি আম পাঠালেন শেখ হাসিনা
মমতাকে ১২০০ কেজি আম পাঠালেন শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য আম পাঠিয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১২টায় বেনাপোল বন্দর দিয়ে এক হাজার ২০০ কেজি (২৪০ কার্টুন) আম শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পররাস্ট্র মন্ত্রনালয়ের সহকারি সচিব (রাস্ট্রাচার-২) আবু মুহাম্মদ ফয়সাল।

তিনি এক পত্রে জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সোমবার বেনাপোল বন্দর দিয়ে উপহারের আম পাঠানো হবে কলকাতায়।

আমগুলো বেনাপোল বন্দর থেকে গ্রহণ করবেন ভারতে নিযুক্ত কলকাতাস্থ বাংলাদেশ উপ হাই কমিশনের রাজনৈতিক চ্যান্সারি প্রধান সিকদার মোঃ আশরাফুর রহমান। পরে ভারতীয় প্রতিনিধিদের কাছে হস্তান্তর করবেন। সোমবার সকালে সড়ক পথে বেনাপোল স্থলবন্দরের চেকপোস্টে উপহারের আম পৌঁছে যাবে।

এ উপহার দুই দেশের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য, সম্প্রতি ও বাণিজ্যিক সম্পর্ককে আরও জোরদার করবে বলে মনে করছেন প্রতিনিধিরা।

এদিকে, সীমান্তে আমের ট্রাক পৌঁছালে বিভিন্ন নিরাপত্তা সংস্থার নজরদারি জোরদার করতে দেখা যায়।

গত এর আগে গত বছরও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদিকেও এক ট্রাক বাংলাদেশের আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী। এছাড়া ভারতকে করোনা প্রতিরোধক পাঁচ ট্রাক চিকিৎসা সামগ্রী উপহার দেয় বাংলাদেশ। ভারতও করোনা প্রতিরোধক টিকা ও মানুষের জীবন বাঁচাতে জরুরি অ্যাম্বুলেন্স উপহার দেয় বাংলাদেশকে। প্রতিবছর পূজার সময় ভারতে বিপুল পরিমানে ইলিশ পাঠানো হয়।