মঙ্গলবার ২৬ আগস্ট, ২০২৫

ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি, কুমিল্লায় যুবক কারাগারে

ইউএনবি

Homna Police Station, Cumilla
হোমনা থানা, কুমিল্লা | ছবি : সংগৃহীত

মহানবী হযরত মুহাম্মদ( সাঃ) কে নিয়ে কটুক্তি করায় গৌবিন্দ মজুমদার শুভকে (২২) নামক এক যুবককে কুমিল্লার হোমনা উপজেলার গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

ফেসবুকে অবমাননাকর ও কটুক্তিমূলক বক্তব্য পোস্ট করার অভিযোগে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

শুভ হোমনা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র এবং চাঁদপুরের মতলব দক্ষিণ থানার ধনারপাড় এলাকারজুগল মজুমদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শুভ মহানবীকে নিয়ে অবমাননাকর ও কটুক্তিমূলক একটি বক্তব্য ফেসবুকে পোস্ট দেয়। এরই প্রেক্ষিতে তাকে আইনের আওতায় আনার দাবি জানান প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাকে গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে শিক্ষার্থীরা।

এদিকে এই ঘটনায় মাহমুদুল হাসান নামের এক ব্যক্তি রবিবার শুভর বিরুদ্ধে হোমনা থানায় মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় শুভকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, ফেসবুকে অবমাননাকর ও কটুক্তিমূলক বক্তব্য পোস্ট করার অভিযোগে শুভকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে। জেলা ডিবি পুলিশ শুভকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

আরও পড়ুন