
ফেনী, চট্টগ্রামের সীতাকুণ্ড, রাজশাহী, রাঙ্গামাটি, যশোর, বাগেরহাট এবং পটুয়াখালীসহ দেশের মোট সাতটি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই তাপপ্রবাহ আপাতত অব্যাহত থাকবে। তবে আগামী রবিবার ও সোমবার তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজ জানিয়েছেন, গত ২৭ মার্চ এই তাপপ্রবাহ শুরু হয়েছে এবং ভারী বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত তা কমার সম্ভাবনা খুবই কম।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, উল্লিখিত সাতটি জেলায় মৃদু তাপপ্রবাহ বিরাজ করছে এবং এটি অব্যাহত থাকবে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটি ও যশোরে, যা ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু তাপপ্রবাহ হিসেবে গণ্য করা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মাঝারি, ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র এবং ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়।