
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত তিন লাখ ৪৬ হাজার ২ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ৩ লাখ ২১ হাজার ৬০০ জন এবং নারী ২৪ হাজার ৪০২ জন।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৩টা ৫০ মিনিট পর্যন্ত বিদেশে থাকা বাংলাদেশিদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়া জন্য নিবন্ধনে ইসির ওয়েবসাইট https://portal.ocv.gov.bd/report/by-country থেকে বিষয়টি জানা গেছে।
এদিকে জেলা ভিত্তিক নিবন্ধনে সবচেয়ে এগিয়ে রয়েছে কুমিল্লা জেলা। বিভিন্ন দেশে অবস্থানরত এই জেলার ৩৮ হাজারেরও বেশি প্রবাসী ভোটার ইতিমধ্যে রেজিস্ট্রেশন শেষ করেছেন।
দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা জেলা, যার নিবন্ধন সংখ্যা ৩৬ হাজারেরও বেশি। তৃতীয় স্থানে থাকা চট্টগ্রাম জেলা থেকে নিবন্ধন হয়েছে ৩০ হাজারেরও বেশি।
এর পরের অবস্থানে রয়েছে নোয়াখালী, যেখানে নিবন্ধন ২২ হাজারেরও বেশি। সিলেট জেলা থেকে নিবন্ধন ১৭ হাজারেরও বেশি, এবং চাঁদপুর জেলা থেকে নিবন্ধন পাওয়া গেছে ১৪ হাজারেরও বেশি।
ফেনী থেকে নিবন্ধন এসেছে ১৩ হাজারেরও বেশি। ব্রাহ্মণবাড়িয়া জেলাতেই নিবন্ধন হয়েছে ১২ হাজারেরও বেশি। লক্ষ্মীপুর জেলাতেই নিবন্ধন হয়েছে ১১ হাজারেরও বেশি।
অন্যান্য জেলাগুলোর মধ্যে মৌলভীবাজার ও কক্সবাজারের নিবন্ধন ৮ হাজারেরও বেশি। মুন্সীগঞ্জ, টাঙ্গাইল এই দুই জেলাতেই নিবন্ধন ৭ হাজারেরও বেশি।
নরসিংদী, নারায়ণগঞ্জ এই দুই জেলার প্রতিটির ৬ হাজারেরও বেশি প্রবাসী বিদেশ থেকে নিবন্ধন প্রক্রিয়া শেষ করেছেন।
নির্বাচন কমিশনের মতে, আউট অব কান্ট্রি ভোটিং ব্যবস্থায় আগ্রহ বাড়ায় প্ল্যাটফর্মটি আরও সহজ করা হয়েছে। যাচাই–অনুমোদন প্রক্রিয়াও দ্রুততর করা হচ্ছে।
তাদের আশা, এ নির্বাচনে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ হবে রেকর্ডসংখ্যক।
এর আগে গত ১৯ নভেম্বর থেকে প্রবাসীদের সহ বিভিন্ন নিবন্ধন শুরু হয়েছে, চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।
যেসব দেশে নিবন্ধন চলছে সেগুলোর মধ্যে রয়েছে— দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ইত্যাদি। মোট নিবন্ধন করেছেন (সকাল সাড়ে দশটা পর্যন্ত) তিন লাখ ৪০ হাজার ৭৭৪ প্রবাসী, যা প্রতি মুহূর্তে বাড়ছে।
ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট করবে নির্বাচন কমিশন।









