
রাজধানী ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেটসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কিছু এলাকাতে দমকা অথবা ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানো অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কিছু অঞ্চলে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
সোমবার (১৭ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাঙামাটি, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালীতে মৃদু তাপপ্রবাহ চলমান থাকবে, যা অব্যাহত থাকতে পারে।
দেশের অন্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক এবং আংশিকভাবে মেঘলা থাকতে পারে। তাপমাত্রা দিনের ও রাতের প্রায় অপরিবর্তিত থাকবে।
এ ছাড়া আবহাওয়া বিভাগের মতে, পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় লঘুচাপের বর্ধিত অংশ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী স্বাভাবিক লঘুচাপ রয়েছে।
গতকাল (১৬ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহী বিভাগের বাঘাবাড়ি উপজেলায় ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রংপুর বিভাগের তেঁতুলিয়াতে ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এছাড়া সোমবার (আজ) ভোর ৬টা পর্যন্ত নরসিংদীতে ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।