মঙ্গলবার ২ ডিসেম্বর, ২০২৫

পঞ্চগড়ে শীতের আগমনীতে ভিড় বাড়ছে শীতবস্ত্রের দোকানে

রাইজিং কুমিল্লা অনলাইন

Rising Cumilla -Winter clothing stores in Panchagarh are getting crowded with people as winter approaches
শীতকালিন সাকালে তেঁতুলিয়ার একটি মাঠ/ছবি: সংগৃহীত

হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইতিমধ্যেই শীতের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠেছে। হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস এবং ঘন কুয়াশার কারণে এই অঞ্চলে এখন শীতের তীব্র আমেজ বিরাজ করছে।

সোমবার (১০ নভেম্বর) ভোরে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করা হয়েছে। এর ফলে পঞ্চগড়সহ তেঁতুলিয়াবাসী এবার শীতের আগমন আগেই টের পাচ্ছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টায় রেকর্ড করা হয় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ, যা শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে। এর আগের দিন রোববার সকালে তাপমাত্রা ছিল প্রায় একই, ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় এ বিষয়ে নিশ্চিত করেছেন, “গত কয়েকদিন ধরেই এই অঞ্চলের তাপমাত্রা ১৯ থেকে ১৬ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। আজ সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। শীতের প্রভাব ক্রমশ বাড়ছে এবং আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।”

স্থানীয় বাসিন্দারা শীতের আগমন অনুভব করে বলেন, “রাতের শেষে সকালে উঠতেই ঠান্ডা লাগে, তাতে সহজেই বোঝা যায় যে শীত এসে গেছে।”

এদিকে, শীতের আগমনকে কেন্দ্র করে এরই মধ্যে পঞ্চগড় ও আশপাশের জেলাগুলোতে শীতবস্ত্রের কেনাবেচা পুরোদমে শুরু হয়েছে। গ্রামীণ হাটবাজারগুলোতে শীত নিবারণের জন্য প্রয়োজনীয় সামগ্রী, যেমন কম্বল, লেপ ও জ্যাকেটের চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়ে যেতে দেখা গেছে।

আরও পড়ুন