
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন।
তিনি ঢামেকের চিকিৎসকদের সঙ্গে ফোনে কথা বলে নুরের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার জন্য সব ধরনের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।
আজ (৩০ আগস্ট) গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে ফোনালাপে নুরুল হক নুর গতকালের ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। প্রধান উপদেষ্টা তাকে আশ্বস্ত করেছেন যে, এই ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, গতকাল রাতে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।
এদিকে, ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ নুরুল হক নুরের চিকিৎসার জন্য একটি উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে।