
নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, “নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন, সে সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে।“
শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আন্তর্জাতিক ইভেন্ট ‘টেডএক্স কুমিল্লা ইউনিভার্সিটি’তে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব জানান।
পিআর পদ্ধতি ব্যবহারের বিষয়ে প্রেস সচিব বলেন, “এই বিষয়টি নিয়ে সকল রাজনৈতিক দল ও নির্বাচন কমিশন আলোচনা করছে। এ বিষয়ে সবাই খুব আন্তরিকতার সঙ্গেই বিষয়টি আলোচনা করছে।”
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা সেটার ফলাফল পাচ্ছি। যেসব অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে, এসব ঘটনার সাথে জড়িতদের আমরা গ্রেপ্তার করতে সক্ষম হচ্ছি। বিশেষ করে ধর্ষণের ক্ষেত্রে আইন সংশোধন করে আমরা দ্রুত বিচার করছি।
‘দ্য নেক্সট ওয়েভ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘টেডএক্স কুমিল্লা ইউনিভার্সিটি’ অনুষ্ঠানে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হায়দার আলী, অ্যাস্ট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, চরকির সিইও রেদওয়ান রনি, লেখক ডেল এইচ খান, জনপ্রিয় গায়ক আসিফ আকবর এবং সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজ।