
দেশের বিভিন্ন স্থানে আজ রবিবার (২৭ এপ্রিল) অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রবিবার দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এই পরিস্থিতি তৈরি হতে পারে। একইসঙ্গে এসব এলাকায় বিদ্যুৎ চমকানোর সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল পেরিয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে এই আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃষ্টিপাতের কারণে সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।