নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৮ কিলোমিটার অংশ জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (২৯ মার্চ) সকালে মহাসড়কের মদনপুরের আগে থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত সড়কজুড়ে যানজট রয়েছে।
আজ কালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এমন চিত্র দেখা গেছে। এতে যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে।
মঙ্গলবার মধ্যরাত থেকেই যানজট দেখা দেয় তবে বুধবার ভোর থেকেই মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই যানজট তীব্র হতে শুরু করে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের পরিদর্শক মো. শরফুদ্দিন। সনাতন ধর্মাবলম্বীদের মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নানোৎসবকে কেন্দ্র করে এ যানজট দেখা দিয়েছে বলে জানিয়েছে তিনি৷
দুদিনব্যাপী মহাষ্টমী স্নানোৎসবের কারণে এখানে হিন্দু সম্প্রদায়ের কয়েক লাখ মানুষের সমাগম হয়েছে। যানজট নিরসনে পুলিশ সদস্যরা চেষ্টা করে যাচ্ছেন।’