মঙ্গলবার ২ ডিসেম্বর, ২০২৫

সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ জানালেন নির্বাচন কমিশন

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Election Commissioner (EC) Anwarul Islam Sarkar
নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২ ডিসেম্বর) তিনি ভোটের সম্ভাব্য তারিখের ইঙ্গিত দিয়েছেন।

ইসি আনোয়ারুল জানান, ফেব্রুয়ারির ৮ তারিখ রোববার এবং ফেব্রুয়ারি ১২ তারিখ বৃহস্পতিবার। সেই হিসাব অনুযায়ী, মঙ্গলবারের (১০ ফেব্রুয়ারি) দিকে সংসদ নির্বাচন হতে পারে। তিনি বলেন, “ফেব্রুয়ারির সেকেন্ড উইক—৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও অসুবিধা নেই। এক্ষেত্রে ৮ ফেব্রুয়ারি থেকে এক-দুদিন পরে বা ১২ ফেব্রুয়ারি থেকে এক-দুদিন আগেও ভোট হতে পারে। অর্থাৎ মাঝামাঝি কোনো সময় নির্বাচনের জন্য উপযুক্ত হতে পারে।”

তফসিল ঘোষণা ও ভোটের তারিখ নির্ধারণের বিষয়ে আগামী রোববার (৭ ডিসেম্বর) কমিশন সভা অনুষ্ঠিত হবে। সেখানে সব তারিখ চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে। আনুমানিক, ১১ ডিসেম্বরের দিকে তফসিল ঘোষণা হতে পারে।

এদিকে, ভোটগ্রহণের সময়ও বাড়ানোর বিষয়টি ভাবছে নির্বাচন কমিশন। ইসি জানান, যেহেতু সংসদ নির্বাচন ও গণভোট একদিনে হবে, তাই গোপন কক্ষের সংখ্যা বাড়ানোর প্রস্তাব চলছে। এছাড়া ভোটের সময়ও এক ঘণ্টা বাড়িয়ে ৯ ঘণ্টা করার কথা ভাবা হচ্ছে। বর্তমানে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়; এটি আগিয়ে সাড়ে ৭টায় শুরু করা হতে পারে। এছাড়া বিকেল ৪টা পর্যন্ত চলা ভোটগ্রহণের সময় বাড়িয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন