শুক্রবার ৫ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় নির্বাচনে ইসির ভূমিকা হবে রেফারির: সিইসি নাসির উদ্দিন

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) রেফারির ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (১৫ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ঈদ পরবর্তী মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় তার সহযোগী চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি নাসির উদ্দিন বলেন, “জাতীয় সংসদ নির্বাচনে আমরা থাকবো রেফারির ভূমিকায়। যারা খেলবে খেলুক, যারা জিতবে জিতুক। আমাদের দায়িত্ব হবে শুধু একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেওয়া। এটা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে এবং অনেক কাজ এগিয়ে নিয়েছে। বাকি কাজগুলো সম্মিলিত প্রচেষ্টায় সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

একটি ঐতিহাসিক ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার করে সিইসি নাসির উদ্দিন বলেন, “আমাদের শপথ হবে একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া।”

কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি নির্দেশনা দেন, “আমাদের আজকের শপথ হবে নিরপেক্ষভাবে কাজ করার, কোনো দলের লেজুড়বৃত্তি না করার, আইন অনুযায়ী ন্যায়সঙ্গতভাবে কাজ করার।”

আরও পড়ুন