বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর, ২০২৫

চাঁদপুর-কুমিল্লা সড়কে মোটরবাইকের ধাওয়া, প্রাণ গেল চিকিৎসকের

রাইজিং ডেস্ক

Doctor killed in motorbike chase on Chandpur-Comilla road
চাঁদপুর-কুমিল্লা সড়কে মোটরবাইকের ধাওয়া, প্রাণ গেল চিকিৎসকের/ছবি: সংগৃহীত

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লাকসামে মোটরবাইক আরোহীদের ধাওয়ার মুখে হৃদরোগে আক্রান্ত হয়ে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি ব্যক্তিগত গাড়িতে করে চাঁদপুরের হাজীগঞ্জ থেকে কুমিল্লা শহরের দিকে ফিরছিলেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে লাকসাম উপজেলার বিজরা এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত চিকিৎসকের নাম ডা. মো. নাজমুল হাসান আখন্দ। তিনি কুমিল্লা নগরীর বাদুড়তলা এলাকার বাসিন্দা ও চর্মরোগ বিশেষজ্ঞ ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বুধবার চাঁদপুর জেলার শাহরাস্তি থেকে রোগী দেখে ব্যক্তিগত গাড়িতে করে কুমিল্লা শহরে ফিরছিলেন নাজমুল হাসান। পথে লাকসামের বিজরা এলাকায় দুটি উচ্ছৃঙ্খল মোটরসাইকেল তার গাড়িকে তাড়া করে। প্রথমে বাইক আরোহীরা তার প্রাইভেট গাড়িতে আঘাত করে, যার ফলে গাড়ির লুকিং গ্লাস ভেঙে যায়। আতঙ্কিত না হয়েও, নাজমুল হাসান আরও কিছুক্ষণ গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু এর পরপরই তিনি গাড়ির ভেতরে অসুস্থ হয়ে পড়েন।

ঘটনাস্থল লাকসামের বিজরা এলাকার নাসির হোসেন নামে এক যুবক বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ডা. নাজমুল হাসানকে তার গাড়িতে করে কুমিল্লা নগরীর বাদুড়তলার একটি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানান যে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

ডা. নাজমুল হাসানের পরিবার দাবি করেছে যে মোটরসাইকেল আরোহীদের ধাওয়ায় সৃষ্ট আতঙ্ক ও ভয়ের কারণেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

লাকসাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, “ধারণা করা হচ্ছে, আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাকে ওই চিকিৎসকের মৃত্যু হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি।”

আরও পড়ুন