নভেম্বর ১০, ২০২৪

রবিবার ১০ নভেম্বর, ২০২৪

ঘরে বসে তৈরি করুন মচমচে মুগপাকন পিঠা

Mug Pakon Pitha
মুগপাকন পিঠা | ছবি: রাইজিং কুমিল্লা

শীতকাল মানেই পিঠার মৌসুম। এই সময় বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয়। এর মধ্যে মুগপাকন পিঠা বেশ জনপ্রিয়। এই পিঠা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মচমচে।

চাইলেই ঘরে বসে তৈরি করে নিতে পারেন এই পিঠাটি। এর জন্য প্রয়োজনীয় উপকরণ ও প্রণালী নিচে দেওয়া হলো:

উপকরণ:

  • মুগ ডাল – ১ কাপ
  • চালের গুঁড়া – দেড়/দুই কাপ
  • হলুদ বা জর্দার রং – সামান্য
  • ডিম – ১টি
  • তেল – ২ টে চামচ
  • লবণ – স্বাদমতো
  • তেল – ভাজার জন্য

প্রণালী:

১. ডাল সেদ্ধ করে নিতে হবে। সামান্য লবণ ও হলুদ দিয়ে ডালের পানিটা এমন হিসেব করে দিতে হবে যেন ডাল সেদ্ধ হয়ে গলে মাখা মাখা ভাব থাকে। তারপর সেটা ডালঘুটনি দিয়ে ঘুটে/ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। এবার ডালের সাথে চালের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়তে হবে। রুটি বানানোর জন্য যেভাবে আটা ময়দা সেদ্ধ করা হয় ঠিক সেভাবে করতে হবে।

২. মিশ্রণটা চুলা থেকে নামানোর আগে তেল দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে নামিয়ে ফেলতে হবে। গরম থাকতেই হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপর একটি ডিম দিয়ে ভালো করে মাখতে হবে। এবার মোটা করে রুটি বানিয়ে ইচ্ছেমতো সাইজ ও সেপে ডিজাইন করে নিতে হবে। অল্প আচে বাদামি কালার করে ভেজে নিতে হবে।

৩. সিরা তৈরির নিয়ম: পানি – ১ কাপ, চিনি – ১ কাপ, এক সাথে করে অল্প কিছুক্ষণ জ্বাল দিলেই তৈরি হয়ে যাবে সিরা। খুব বেশি ঘন হবে না। সামান্য আঠালো হলেই হবে।

৪. চুলা থেকে সিরা নামিয়ে পিঠাগুলো সিরায় ডুবিয়ে রাখতে হবে কিছুক্ষণ। তারপর সিরা থেকে তুলে নিলেই হয়ে যাবে দারুণ মজার মচমচে মুগপাকন পিঠা।

টিপস:

  • ডাল সেদ্ধ করার সময় লবণ ও হলুদ দিয়ে দিলে পিঠার রঙ সুন্দর হয়।
  • পিঠার ডো বেশি ভাজা হলে পিঠা শক্ত হয়ে যাবে। তাই হালকা ভাজতে হবে।
  • সিরা বেশি ঘন হলে পিঠার ভেতর শুকিয়ে যাবে। তাই সামান্য আঠালো সিরা তৈরি করতে হবে।