নভেম্বর ১০, ২০২৪

রবিবার ১০ নভেম্বর, ২০২৪

ঘরে বসেই তৈরি করুন স্বাস্থ্যকর মেয়োনিজ ও শর্মা সস

Shawarma Mayonnaise Sauce
মেয়োনিজ ও শর্মা সস | ফাইল ছবি

অনেকেই বার্গার, শর্মা, স্যান্ডউইচ, সালাদ ইত্যাদি খাবার খেতে পছন্দ করেন। এই খাবারগুলোর সাথে মেয়োনিজ ও শর্মা সস একটি অপরিহার্য উপাদান। তবে বাজারে কেনা মেয়োনিজ ও শর্মা সসে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক উপাদান থাকে। তাই স্বাস্থ্য সচেতনরা এগুলো ঘরেই তৈরি করতে চান।

ঘরে মেয়োনিজ ও শর্মা সস তৈরি করা খুবই সহজ। শুধুমাত্র কয়েকটি প্রাকৃতিক উপাদান দিয়েই এগুলো তৈরি করা যায়।

মেয়োনিজ তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ:

  • ডিম ১ টি
  • চিনি ১ টেবিল চামচ
  • লবন আধা চা চামচ
  • সাদা সরিষা বাটা আধা চা চামচ
  • তেল ৩/৪ কাপ
  • রসুন কুচি ১ চা চামচ
  • সিরকা ১ টেবিল চামচ
  • গোল মরিচ গুঁড়া আধা চা চামচ
  • গুঁড়া দুধ ১ টেবিল চামচ (অপশনাল)

প্রণালী:

  • ব্লেন্ডারে তেল ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে ভালোভাবে ৩০ সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিন।
  • আস্তে আস্তে তেল ঢালতে শুরু করুন। তেল একবারে ঢালা যাবে না। থেমে থেমে ৪-৫ বারে ঢালুন।
  • ২ মিনিটের মধ্যে মেয়োনিজ তৈরি হয়ে যাবে।

বার্গার/শর্মা সস তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ:

  • ডিম ১ টি
  • চিনি ১ টেবিল চামচ
  • লবন আধা চা চামচ
  • সাদা সরিষা বাটা আধা চা চামচ
  • তেল ৩/৪ কাপ
  • রসুন কুচি ১ চা চামচ
  • সিরকা ১ টেবিল চামচ
  • গোল মরিচ গুঁড়া আধা চা চামচ
  • গুঁড়া দুধ ১ টেবিল চামচ (অপশনাল)
  • টমেটো সস ৪ টেবিল চামচ

প্রণালী:

  • মেয়োনিজ এর মতো একই পদ্ধতিতে ব্লেন্ড করে টমেটো সস এ্যাড করে নিলেই তৈরি হয়ে যাবে শর্মা সস।

টিপস:

  • মেয়োনিজ ১ সপ্তাহের মতো নরমাল ফ্রিজে সংরক্ষণ করা যায়।
  • মেয়োনিজের পারফেক্ট কনসিস্টেন্সি বোঝার উপায় হলো – ব্লেন্ডার উপুড় করে ধরলে সাথে সাথে গড়িয়ে পড়বে না, পড়লে আরেকটু তেল দিয়ে ব্লেন্ড করে নিতে হবে।