বুধবার ২৬ নভেম্বর, ২০২৫

কেউ অতিরিক্ত সার মজুত করার চেষ্টা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Home Affairs Advisor Lieutenant General (Retd.) Md. Jahangir Alam Chowdhury
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী/ ছবি: সংগৃহীত

সড়কে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ না হলেও নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

দেশে সার সংকট নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পর্যাপ্ত সার মজুত রয়েছে। কেউ অতিরিক্ত সার মজুত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, সারের ডিলারশিপ রাজনৈতিক বিবেচনায় দেওয়া হবে না।

বুধবার বাংলাদেশ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “সড়কে চাঁদাবাজি বন্ধ না হলেও নিয়ন্ত্রণে নিয়ে এসেছি।”

সবজির বাজার নিয়ে তিনি বলেন, পেঁয়াজের কোনো সংকট নেই—বরং দাম কমেছে। কিছু ব্যবসায়ীর আমদানির চাপ থাকলেও সরকার তা অনুমোদন দেয়নি। বাজারে ধীরে ধীরে ‘মুড়ি কাটা’ নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে, যা মূল্য আরও স্থিতিশীল করবে।

তিনি আরও বলেন, কৃষক যেন ন্যায্য দাম পান—সে দিকেও নজর রাখা হচ্ছে। আগে আলুর ন্যায্য দাম না পেলেও এখন দাম কিছুটা বাড়ছে। ডিসেম্বর পর্যন্ত কোল্ড স্টোরেজে আলু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এসপি নিয়োগ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, এবার নিয়োগে ‘এ, বি, সি’—এ তিনটি ক্যাটাগরি তৈরি করা হয়েছে। দেশের ৬৪ জেলার মধ্যে প্রথম ধাপে ১৮ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তার দাবি, “মেধাবীরা কেউ বাদ পড়েনি।”

আরও পড়ুন