
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে লাকসাম ও মনোহরগঞ্জের সর্বস্তরের জনগণ।
বৃহস্পতিবার বিকেল ৪টায় কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালামের পক্ষে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে নির্বাচন কমিশনের আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল করে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনটি পুনর্বহালের দাবি জানান। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা। মানববন্ধন শেষে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, অযৌক্তিকভাবে কুমিল্লা-৯ আসনটি ভেঙে দুটি আলাদা আসনে পরিণত করার সিদ্ধান্ত লাকসাম-মনোহরগঞ্জের জনগণের সঙ্গে প্রতারণার শামিল। এটি জনগণের গণতান্ত্রিক অধিকারের ওপর আঘাত। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে পূর্বের লাকসাম-মনোহরগঞ্জ আসনটি পুনর্বহাল করার জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান বাদল, যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন মশু, টি আর হারুন, নুরুন্নবী মজুমদার, লাকসাম পৌর বিএনপির আহ্বায়ক আবুল হাসেম মানু, সদস্য সচিব গোলাম ফারুক, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইলিয়াস পাটওয়ারী, সদস্য সচিব অধ্যাপক সরোয়ার জাহান ভূঁইয়া দোলন, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শাহ সুলতান খোকন, গিয়াস উদ্দিন সৈকত, মাসুদুল আলম বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইউসুফ ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান মো: শরীফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সারোয়ার মোর্শেদ নান্নু, মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাহার আলম মজুমদার, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন, ৫নং ঝলম (দ:) স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এনামুল হক রুবেল, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদল আহ্বায়ক মোবারক হোসেন বিল্লালসহ প্রমুখ।