
কুমিল্লার হোমনায় এক বিরল ঘটনার সাক্ষী হলো এলাকাবাসী। উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের জগন্নাতকান্দি গ্রামে কৃষক মো. আক্তার হোসেনের (৫৫) গাভী একটি ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম দিয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৬ মার্চ) সকালে গাভীটি স্বাভাবিকভাবে বাছুর প্রসব করে। জন্মের পর দেখা যায়, বাছুরটির চারটি পা স্বাভাবিক থাকলেও পেটের নিচে আরও দুটি অতিরিক্ত পা রয়েছে।
আশ্চর্যের বিষয় হলো, জন্মের পর থেকেই বাছুরটি সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছে। এমন বিরল দৃশ্য দেখতে প্রতিদিনই আশেপাশের এলাকাসহ দূরদূরান্ত থেকে উৎসুক জনতা ভিড় করছেন।
কৃষক আক্তার হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে গরু লালন-পালন করে আসছেন। তবে এমন ঘটনা আগে কখনো দেখেননি। তিনি বলেন, “আমার খামারে বর্তমানে ছয়টি গরু রয়েছে। তবে ছয় পা বিশিষ্ট বাছুরটির জন্ম সত্যিই অবাক করার মতো।”
স্থানীয় বাসিন্দা জাকির হোসেন বলেন, “আমরা আগে চার পা বিশিষ্ট বাছুর দেখেছি। কিন্তু ছয় পা বিশিষ্ট বাছুর এই প্রথম দেখলাম। এটি একটি বিরল ঘটনা।”
এ বিষয়ে হোমনা উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “গরুর বাছুরের ছয় পা নিয়ে জন্ম নেওয়ার ঘটনাটি খুবই বিরল। এমন ঘটনা সচরাচর ঘটে না। তবে ছয় পা নিয়ে জন্মালেও বাছুরটির কোনো সমস্যা হবে না। আমরা উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে বাছুরটির নিয়মিত খোঁজখবর রাখব। কৃষক আক্তারকে নিয়মিত পরামর্শসহ প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে।”