
কুমিল্লার হোমনায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি ছিনাইয়া-মেঘনা রোড এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ মমিন মিয়া (৩৩) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত মমিন মিয়া কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা এলাকার নাটাপাড়া গ্রামের মীর হোসেন ওরফে মীরু মিয়ার ছেলে বলে জানা গেছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওসি আরও জানান, মমিন মিয়ার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আরও চারটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।