
যানজটমুক্ত সড়ক ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালিত করেছে উপজেলা প্রশাসন।
গতকাল শনিবার (৩০ আগস্ট) পরিচালিত এই অভিযানে বাগমারা বাজার থেকে ভুশ্চি রোডস্থ রেললাইন পর্যন্ত সড়কের দুই পাশের অবৈধ দোকানপাট ও ফুটপাত দখলকারী স্থাপনা উচ্ছেদ করা হয়।
এই উচ্ছেদ অভিযান সফল করতে উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, লালমাই থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ এবং বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদ যৌথভাবে কাজ করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট লালমাই উপজেলায় যানজট নিরসন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল।
উপজেলা প্রশাসন, লালমাই সেনা ক্যাম্পের ঊর্ধ্বতন কর্মকর্তা, লালমাই থানা পুলিশের পরিদর্শক (তদন্ত), হাইওয়ে থানার অফিসার ইনচার্জ, ভুশ্চি ফাঁড়ি থানার ইনচার্জ, সকল ইউনিয়নের চেয়ারম্যান, বাজার কমিটির নেতৃবৃন্দ এবং সিএনজি চালক সমিতির নেতৃবৃন্দসহ সকল অংশীজন ওই সভায় উপস্থিত ছিলেন।
সকলের ঐকমত্যের ভিত্তিতে সভায় বাগমারা বাজার, ভুশ্চি বাজার, হরিশ্চর বাজার, আটিটি বাজার, গৈয়ারভাংগা বাজার এবং বাংলা বাজারসহ উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ বাজার থেকে অবৈধ দোকান উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সিদ্ধান্তের অংশ হিসেবেই আজ বাগমারা বাজারে এই অভিযান পরিচালিত হলো।
পরবর্তীতে উপজেলার অন্যান্য বাজারগুলোতেও পর্যায়ক্রমে এই ধরনের উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে।