
যানজট সৃষ্টি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন, দ্রব্যমূল্য তালিকা প্রদর্শন না করা এবং নিষিদ্ধ পলিথিন মজুদের অভিযোগে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে পরিচালিত মোবাইল কোর্টে মোট ১৯,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এই অভিযান পরিচালনা করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) লালমাই উপজেলার বাগমারা বাজারে মোবাইল কোর্ট পরিচালনার সময় বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে, ট্রাক রেখে যানজট সৃষ্টি ও জনসাধারণের চলাচলের বিঘ্ন ঘটানোর অপরাধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৮৯ ধারায় ১ জনকে ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে হোটেলে খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় দুইজন হোটেল মালিককে ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
দ্রব্য মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ০২ জন ব্যবসায়ীকে ২,০০০ টাকা অর্থদণ্ড এবং নিষিদ্ধ পলিথিন মজুদ করায় ০২ জন ব্যবসায়ীকে ২,০০০ টাকা অর্থদণ্ডসহ সর্বমোট ১৯,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন, লালমাই জানিয়েছে, জনস্বার্থে এবং আইন শৃঙ্খলা রক্ষায় মোবাইল কোর্টের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এই অভিযানগুলো স্থানীয় বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ভোক্তা অধিকার সুরক্ষিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।