উপজেলা প্রশাসন, লাকসাম এবং বিএসটিআই জেলা অফিস, কুমিল্লার যৌথ উদ্যোগে গতকাল বুধবার (৬ নভেম্বর) লাকসাম উপজেলায় মোবাইল কোর্ট অভিযানে এক মিষ্টি দোকানিকে জরিমানা করা হয়েছে।
জানা যায়, বিএসটিআই হতে গুণগতমান যাচাই না করে এবং মান সনদ গ্রহণ না করে সুইটমিট পণ্য বিক্রয়ের অপরাধে মেসার্স আদর্শ মিষ্টি ভান্ডার, সদর রোড, লাকসামকে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ১০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, কাউসার হামিদ এর নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে বিএসটিআই, কুমিল্লা অফিসের মোঃ আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার (সিএম) ও আবু শিহাব মোহাম্মদ ইমতিয়াজ, পরিদর্শক (মেট্রোলজি) প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।