
কুমিল্লার লাকসাম উপজেলায় নিখোঁজের একদিন পর আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে স্থানীয় একটি পুকুর থেকে দুই স্কুলছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত দুই শিশু হলো গুনতি পূর্বপাড়ার বাসিন্দা রুবেল মিয়ার সাত বছর বয়সী পুত্র মো. জিহাদ হোসেন এবং একই এলাকার মোহাম্মদ আলীর দশ বছর বয়সী ছেলে সাব্বির হোসেন মহিন। তারা দুজনেই স্থানীয় গুনতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যথাক্রমে দ্বিতীয় ও চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুরের পর থেকে জিহাদ ও সাব্বির রহস্যজনকভাবে নিখোঁজ হয়। সন্ধ্যা ঘনিয়ে এলেও তারা বাড়ি না ফেরায় উদ্বিগ্ন পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। সারারাত ধরে আত্মীয়-স্বজন এবং আশেপাশের বিভিন্ন এলাকায় সন্ধান করেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার ভোরে আনুমানিক পৌনে ছয়টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় দুইজনের মরদেহ উদ্ধার করেন স্বজনরা।
লাকসাম থানার কর্তব্যরত কর্মকর্তা, সহকারী উপপরিদর্শক (এএসআই) চুমকি বড়ুয়া এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে।