বৃহস্পতিবার ৩১ জুলাই, ২০২৫

কুমিল্লার কয়েকটিসহ ৩৯ সংসদীয় আসনে সীমানা পরিবর্তন

Rising Cumilla - Bangladesh Election Commission
ছবি: সংগৃহীত/গ্রাফিক্স: রাইজিং কুমিল্লা

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনগুলোর সীমানায় বড় ধরনের পরিবর্তনের খসড়া অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সারাদেশের মোট ৩৯টি সংসদীয় আসনে সীমানা সামান্য পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে কুমিল্লার ১, ২, ১০ ও ১১ আসনও রয়েছে।

কারিগরি কমিটির প্রস্তাবিত ৪২টি আসনের মধ্যে ৩৯টি আসনে এই পরিবর্তন আনা হয়েছে। তবে এই খসড়া সীমানা নির্ধারণের বিরুদ্ধে আগামী ১০ আগস্ট পর্যন্ত আবেদন জানানোর সুযোগ রাখা হয়েছে।

আজ বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এসব তথ্য জানান।

এসময় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। ২৫০টি আসনে কোনো আপত্তি বা আবেদন না আসায় বিদ্যমান সীমানাই বহাল রাখা হয়েছে বলেও জানান তিনি।

গাজীপুরে আসন বাড়ছে, বাগেরহাটে কমছে:

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, কারিগরি কমিটি সবচেয়ে বেশি ভোটার থাকা জেলায় একটি আসন বাড়ানোর এবং সর্বনিম্ন ভোটার থাকা জেলায় একটি আসন কমানোর সুপারিশ করেছে। এই সুপারিশের ভিত্তিতে গাজীপুরে একটি আসন বাড়ানোর এবং বাগেরহাটে একটি আসন কমানোর প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

তিনি বলেন, “টেকনিক্যাল কমিটির তথ্যানুযায়ী, সর্বোচ্চ ভোটার হচ্ছে গাজীপুরে। আর বাগেরহাট জেলায় সবচেয়ে কম। মানে বিশেষায়িত কমিটির প্রতিবেদন অনুযায়ী তারা ভোটার সংখ্যা এবং জনসংখ্যা অ্যানালাইসিস করে প্রস্তাব দিয়েছে। তাদের প্রস্তাব হচ্ছে বাগেরহাটে একটি আসন কমবে, গাজীপুরে জনসংখ্যা ও ভোটারের সংখ্যার ভিত্তিতে একটি আসন বাড়বে।”

নির্বাচন কমিশনার আরও উল্লেখ করেন, ৬৪ জেলার গড় ভোটার ৪ লাখ ২০ হাজার ৫০০ নির্ধারণ করা হয়েছে। গাজীপুরে একটি আসন বাড়ালে এবং বাগেরহাটে একটি আসন কমালে এই সমতা চলে আসে। অন্য কোনো জেলায় আসন কমানো বা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়নি।

মোট ৩৯টি আসনে ছোট-বড় সংশোধনীর প্রস্তাব করা হয়েছে।

সেসব আসনে পরিবর্তন করা হয়েছে– ব্রাহ্মণবাড়িয়া: ২ ও ৩; কুমিল্লা: ১, ২, ১০ ও ১১; নোয়াখালী: ১, ২, ৪ ও ৫; সিলেট- ১ ও ৩; চট্টগ্রাম; ৭ ও ৮; ঢাকা ২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯; গাজীপুর-১, ২, ৩, ৫ ও ৬; পঞ্চগড় -১ ও ২; রংপুর- ৩; সিরাজগঞ্জ -১ ও ২; সাতক্ষীরা-৩ ও ৪; শরিয়তপুর- ২ ও ৩; নারায়ণগঞ্জ ৩, ৪ ও ৫ এবং বাগেরহাট ২ ও ৩ সংসদীয় আসন।

এসব আসনের নাম জানিয়ে আনোয়ারুল ইসলাম সরকার আরও বলেন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণে খসড়া গেজেট আজই প্রকাশ করা হবে এবং এ সংক্রান্ত দাবি-আপত্তি গ্রহণ করা হবে ১০ আগস্ট পর্যন্ত। পরে আসনভিত্তিক শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আপত্তি কম থাকলে দ্রুতই চূড়ান্ত হবে সীমানা নির্ধারণ প্রক্রিয়া।

 

আরও পড়ুন