
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার হরিশ্চর চৌরাস্তায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে ৪টায় পরিচালিত এই অভিযানে উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা এবং সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা নেতৃত্ব দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উল্টোপথে গাড়ি চালানো, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া বাইক চালানো এবং দ্রুত গতিতে গাড়ি চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় সর্বমোট ২০ টি মামলায় ৩৩,৩০০/ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
একই সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গাড়ি চালকদের দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করা হয়েছে। এই অভিযানে সহযোগিতা করেছে লালমাই হাইওয়ে থানা পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।