মার্চ ৩১, ২০২৫

সোমবার ৩১ মার্চ, ২০২৫

কুমিল্লায় ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরা হলো না, সড়কেই প্রাণ গেল শিক্ষার্থীর

Student dies on the road after unable to return home after Eid shopping in Comilla
ছবি: সংগৃহীত

কুমিল্লার হোমনা উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাজ্জাদ (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে হোমনা ওভারব্রিজ সংলগ্ন হোমনা-গৌরীপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।

সাজ্জাদ হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। সে উপজেলার গোয়ারীভাঙ্গা গ্রামের প্রবাসী আমির হোসেনের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানান, সাজ্জাদ ঈদের কেনাকাটা শেষে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। হোমনা ওভারব্রিজ পার হয়ে সিএনজি পাম্পের কাছে পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে সাজ্জাদ সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় জনতা কাভার্ড ভ্যান ও এর চালককে আটক করে পুলিশে দিয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে, ঈদের আগে এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।