এপ্রিল ৩, ২০২৫

বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫

ঈদ উদযাপনে তিন সেতুতেই ভিড় জমালেন কুমিল্লার হোমনাবাসী

Rising Cumilla - Residents of Homna, Comilla gather at three bridges to celebrate Eid
ছবি: সংগৃহীত

কুমিল্লার হোমনায় বিনোদনের জায়গার অভাব। তাই ঈদের আনন্দ উপভোগ করতে তিনটি সেতুকে বেছে নিয়েছেন স্থানীয়রা। ঈদ উদযাপন করতে আসা মানুষের ঢলে সেতুগুলো যেন মিলনমেলায় পরিণত হয়েছে। ঈদের দিন সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে, যা তৃতীয় দিন পর্যন্ত অব্যাহত আছে।

বিশেষ করে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেতুগুলোতে মানুষের ভিড় এতটাই বেড়ে যায় যে, সেখানে পা ফেলার মতো জায়গাও থাকে না। ফলে যান চলাচল ব্যাহত হয়।

পরিবার ও প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি কাটাতে বিভিন্ন বয়সের মানুষ এই তিনটি সেতুতে ভিড় জমিয়েছেন। হোমনা উপজেলা ছাড়াও তিতাস, বাঞ্ছারামপুর, মেঘনা, মুরাদনগর উপজেলার লোকজনও ঈদ উদযাপন করতে সেতুতে আসছেন।

হোমনা-বাঞ্ছারামপুর সেতুতে ঈদ উদযাপন করতে আসা তিতাস উপজেলার গৃহবধূ মুক্তা আক্তার জানান, সেতুর ওপরের প্রাকৃতিক পরিবেশ ও নির্মল বাতাস উপভোগ করার জন্য তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে এখানে এসেছেন।

হোমনা সদরের বাসিন্দা মিম আক্তার বলেন, হোমনায় কোনও বিনোদন স্পট না থাকায় ঈদ আনন্দ উদযাপনের জন্য সেতুই একমাত্র ভরসা।

হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা জানান, ঈদ উপলক্ষে হোমনার তিনটি সেতুতে প্রচুর লোকসমাগম হয়েছে। তাই সেতুগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে।