পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী (৭ এপ্রিল) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। টিকিট কাটতে আসতে হবে না রেল স্টেশনে। ঈদের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। ৭ এপ্রিল থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে, চলবে ১১ এপ্রিল পর্যন্ত।
বুধবার (২২ মার্চ) দুপুরে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
রেলমন্ত্রী বলেন, এবারের ঈদের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। টিকিটের জন্য স্টেশনে গিয়ে যাত্রীদের যেন ঘুরতে না হয়। যাত্রীরা যেন বাসায় বসে টিকেট কাটতে পারে সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার যদি কোনো ভুল-ত্রুটি হয় তবে সেটি আগামী কোরবানি ঈদে সংশোধন করা হবে। এবার রেল কাউন্টারে ঈদের আগাম টিকিট বিক্রি হবে না।
তিনি আর জানান, এবার ঈদ উপলক্ষে ৯ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া শিডিউল বিপর্যয় ঠেকাতে ১০টি বাড়তি ইঞ্জিন রেলবহরে যুক্ত করা হবে।