মে ১৭, ২০২৫

শনিবার ১৭ মে, ২০২৫

আকাশে ওড়ার পরেই খুলে পড়ল বিমানের চাকা, নিরাপদে রাজধানীতে অবতরণ

Rising Cumilla - Plane's wheels came off shortly after takeoff, landing safely in capital
ছবি: সংগৃহীত

কক্সবাজার থেকে উড্ডয়নের সময় চাকা খুলে যাওয়া বিমানটি রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। বিমানটিতে শিশুসহ ৭১ যাত্রী ও ৪ ক্রুসহ ৭৫ আরোহী ছিল বলে জানা গেছে।

আজ শুক্রবার (১৬ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি অবতরণ করেছে।

বাংলাদেশ বিমানের জনসংযোগ কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এছাড়া যাত্রীরা নিরাপদে নেমেছেন বলেও জানা গেছে।

উল্লেখ্য, কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিমানটিতে শিশুসহ মোট ৭‌১ জন যাত্রী ছিল।

উড্ডয়নের পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানান, তিনি জরুরি অবতরণ করতে চাচ্ছেন। পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণের প্রস্তুতি নেয়। প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর জানিয়েছিলেন, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে ওড়ার পরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। আমাদের ইঞ্জিনিয়ারিং টিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশে অবস্থান করছে। ফ্লাইটটি ইমারজেন্সি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন