ডিসেম্বর ২৬, ২০২৪

বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর, ২০২৪

সাকমিড-এর আয়োজনে ‘ডিসেমিনেশন কর্মশালা অনুষ্ঠিত

Dissemination workshop organized by SAKMID

সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) এর আয়োজনে ‘ডিসেমিনেশন কর্মশালা: অভিজ্ঞতা ও প্রত্যাশা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

“যশোর জলোয় সুশীল সমাজ প্রতষ্ঠিান (সএিসও) ও গণমাধ্যমরে যৌথ অংশীদারত্বিরে ভত্তিতিে এখানকার প্রান্তকি জনগোষ্ঠীকে উন্নয়নরে মূলধারায় সম্পৃক্তকরণ ও অধকিার আদায়ে তাদরে কণ্ঠস্বর জোরদারকরণ” প্রকল্পরে অধীনে সহ-আয়োজক জাতীয় গণমাধ্যম ইন্সটটিউিট এর সম্মলেন কক্ষে বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১ টা থকেে দুপুর ২ টা র্পযন্ত এই র্কমশালা আয়োজন করা হয়।

র্কমশালায় প্রধান অতথিি ছলিনে সাকমডি-এর র্বোড অব ট্রাস্টসি এর সদস্য নজর-ই-জলিানী। জাতীয় গণমাধ্যম ইন্সটটিউিট এর পরচিালক (প্রশক্ষিণ) ড. মো. মারুফ নাওয়াজ-এর সভাপতিত্ব র্কমশালায় সাকমিড এর প্রকল্প পরচিালক সয়ৈদ কামরুল হাসান, প্রকল্পরে সহ-অংশীদার দৈনিক গ্রামের কাগজ-এর সম্পাদক মবনিুল ইসলাম মবনিসহ প্রকল্পরে ফলেোগণ, ফ্যাক্ট-চকোর, সাংবাদকিবৃন্দ বভিন্নি সএিসও-এর নতেৃস্থানীয় প্রতনিধিগিণসহ প্রায় ৩০ জন উপস্থতি ছলিনে।

র্কমশালাটি পরচিালনা করনে ইউনাইটডে ইন্টারন্যাশনাল ইউনভার্সিটির মিডিয়িা স্টাডিজ ও সাংবাদিকতা বভিাগরে বভিাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ড. শখে মোহাম্মদ শফউিল ইসলাম। র্কমশালায় প্রকল্প সংক্ষপে উপস্থাপনা করনে সাকমডি-এর র্কমসূচি র্কমর্কতা মো. শাহনিুর ইসলাম ও আবু সুফয়িান।

উল্লখ্যে, সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) ইউরোপীয় ইউনিয়ন এর র্অথায়নে এবং ফ্রি প্রসে আনলমিটিডে ও র্আটকিলে নাইনটনি-এর তত্ত্বাবধানে জানুয়ারি ২০২৪ থেকে ডসিম্বের ২০২৪ ময়োদেদৈনিক গ্রামের কাগজ সহ-অংশীদারত্বিে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে।

সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) বাংলাদেশের গণমাধ্যমের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ একটি বেসরকারি অলাভজনক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে গণমাধ্যম সাক্ষরতা বৃদ্ধি, নারী উন্নয়ন ও গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ প্রদানসহ নানান উন্নয়নমূলক কর্মসূচি সম্পাদন করেছে।