
অন্তর্বর্তী সরকারের সমালোচনার পাশাপাশি চলমান উন্নয়নমূলক কাজ ও ইতিবাচক দিকগুলোও তুলে ধরার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (৪ আগস্ট) সকালে রাজধানীতে এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।
ড. আহমেদ বলেন, “বর্তমান সরকার অনেক উন্নয়ন ও সংস্কার কাজ করছে। যারা এসব দেখতে পান না, তারা আসলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন না।” তিনি শুধুমাত্র নেতিবাচক দিকগুলো না দেখে ভালো বিষয়গুলোও দেখতে সবার প্রতি অনুরোধ জানান।
তিনি আরও বলেন, “আমার অনেক জুনিয়র অর্থনীতিবিদ আছেন যারা শুধু সরকারের ভুল আর নেতিবাচক বিষয়গুলোই দেখেন। শুধু বলেন, ‘এটা নেই, ওটা নেই’। কিন্তু ভালো দিকগুলোর প্রতিও নজর দেওয়া প্রয়োজন।”
এনবিআরের সুনাম ধরে রাখার পরামর্শ দিয়ে তিনি স্বীকার করেন যে সরকারের ভুল নেই, তা নয়। সমালোচনাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “সমালোচনা করার ক্ষেত্রে কোনো আপত্তি নেই। এতে ভুল সংশোধন করা যাবে।”
সেমিনারে ড. আহমেদ ২০২৫-২৬ কর বছরের ই-রিটার্নের উদ্বোধন করেন। তিনি বলেন, ডিজিটাইজেশনের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব।