ডিসেম্বর ১১, ২০২৪

বুধবার ১১ ডিসেম্বর, ২০২৪

সংবাদ প্রকাশে বিঘ্ন ঘটায় রাইজিং কুমিল্লা পাঠকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখিত

দেশের চলমান সংকট এবং সৃষ্ট পরিস্থিতিতে সারা দেশে ইন্টারনেট সংযোগ না থাকায় আমাদের সংবাদ প্রকাশে বিঘ্ন ঘটেছে। এ সময় রাইজিং কুমিল্লার পাঠকদের কাছে সংবাদ পৌঁছে দিতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী অরাজক পরিস্থিতি তৈরি হলে গত বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত থেকে সারা দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

আপনারা জানেন, অনলাইন পত্রিকাগুলো ইন্টারনেটের সহযোগিতায় তাদের সংবাদ পাঠকের কাছে পৌঁছে দেয়। বিচ্ছিন্ন অবস্থায় আমাদের শত চেষ্টায়ও সংবাদ পৌঁছে দেওয়া সম্ভব হয়নি।

সামগ্রিক এই অসুবিধার জন্য বিশেষ করে প্রবাসীরা দেশের সংবাদ পড়া থেকে বিচ্ছিন্ন থেকেছেন। দেশের সার্বিক অবস্থা বিবেচনায় আশা করি পাঠকগণ আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

দেশের ইন্টারনেট সংযোগ পুনঃস্থাপন না হওয়া প্রর্যন্ত আমরা বিশেষ ব্যাবস্থায় গুরুত্বপূর্ণ সংবাদ সমূহ প্রকাশ করার চেস্টা করবো।

আমরা আশা করছি যে, পুর্বে যেভাবে আমাদের সাপোর্ট দিয়েছেন বর্তমান এবং ভবিষ্যতেও একইভাবে আমাদের পাশে থেকে অনুপ্রেরণা দিবেন এমনটাই প্রত্যাশা।