রবিবার ১৩ জুলাই, ২০২৫

লালমাইয়ে পানিবন্দি ৫০ পরিবারের কাছে ত্রাণ নিয়ে হাজির ইউএনও

UNO brings relief to 50 families stranded in Lalmai

টানা বৃষ্টিতে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের কানিয়াপুকুর পাড় গ্রামের প্রায় ৫০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। রান্নার চুলা নিভে গেছে, অনেকের ঘরে শুকনো খাবারটুকুও নেই। 

ঠিক এমন সময় বুধবার (৯ জুলাই) দুপুরে এসব পানিবন্দি পরিবারের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা।

তিনি পানিবন্দি পরিবারগুলোর সার্বিক খোঁজখবর নেন এবং সরকারি সহায়তা হিসেবে শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা সেনা ক্যাম্পের দায়িত্বরত অফিসার ক্যাপ্টেন মাহাদী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মুহাম্মদ জাকির হোসেন এবং বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন।

আরও পড়ুন